লিভার রোগে পুরুষের পুরুষালি ক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে
আমরা জানি লিভার সিরোসিস ও নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ এদুটোই মারাত্মক রোগ এবং দীর্ঘ মেয়াদী একটি প্রক্রিয়া।লিভার সিরোসিসের ক্ষেত্রে হাইপোগোনাডিজম হয় — এর ফলে পুরুষালি হরমোন টেস্টোস্টেরোনের মাত্রা অনেকাংশে হ্রাস পায়। লিভারের অভ্যন্তরে অ্যান্ড্রোজেন রিসেপ্টর কমে গিয়ে ইস্ট্রোজেন রিসেপ্টর বেড়ে যায়, ফলশ্রুতিতে —১) টেস্টিকুলার অ্যাট্রোফি বা অন্ডকোষের আকার আকৃতি ছোট হয়ে যায়, ব্যথার অনুভূতি নষ্ট হয় এবং […]