ডাঃ এম সায়েদুল হক একজন হেপাটোলজিস্ট এবং গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট এবং হেপাটোলজি ও গ্যাস্ট্রোএন্টারোলজি চিকিৎসাতে তার ২১ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে।
তিনি ঢাকার ধানমন্ডি এলাকার স্থায়ী বাসিন্দা। পিতা মরহুম ডা. মোহাম্মদ আবদুর রব একজন স্বনামধন্য চিকিৎসক ছিলেন। মা মিসেস রেজিয়া খাতুন একজন সুগৃহিনী। ১৯৮৯ সালে ধানমন্ডি গভ: বয়েজ হাই স্কুল হতে স্টার মার্কসসহ এস.এস.সি ও ১৯৯১ সালে ঢাকা কলেজ হতে কৃতিত্বের সাথে এইচ.এস.সি পাশ করেন। ১৯৯৯ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হতে এম.বি.বি.এস পাশ করেন। ২০০০ সালে ইন্টার্নশীপ শেষ করে গরীব দুঃখী মানুষের চিকিৎসা সেবা দেওয়ার জন্য ঢাকার পার্শ্ববর্তী গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার প্রত্যন্ত এলাকা… মৌচাক, ভান্নারা, কোনাবাড়ি এলাকায় প্রাইভেট প্র্যাকটিস শুরু করেন এবং বহু মানুষের ভালবাসা ও শ্রদ্ধা অর্জন করেন। ডাঃ এম সাঈদুল হক সকল সরকারি ছুটির দিনগুলোতে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গিয়ে সারাদিন ব্যাপী ফ্রিতে দরিদ্র, সুবিধাবঞ্চিত ও সকল শ্রেণীর মানুষের পাশে থেকে কথা বলে চিকিৎসা সেবা দিয়ে থাকেন। দেশের বাহিরে অনেক প্রবাসী মানুষ আছেন যাদেরকে তিনি ভিডিও কলে কথা চিকিৎসা প্রদান করেন।
২০০৩ সালে ২১-তম বিসিএস পাশ করে সরকারী চাকরিতে যোগদান করেন। শান্ত সুনিবিড়, ছায়াঘেরা, পাখিডাকা নিকরাইল উপস্বাস্থ্য কেন্দ্র, ভূয়াপুর, টাঙ্গাইল-এ দুই বছর কাজ করেছেন।
২০০৪ সালে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়-এ এম.ডি (হেপাটোলজি) কোর্সে চান্স পান। ২০০৫ সালে মেডিসিন বিভাগ, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ ৬ মাস ইন্টারনাল মেডিসিন-এ ট্রেইনিং করেছেন…
এখানে স্বনামধন্য মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডা. কাজী মোঃ জাহাঙ্গীর, প্রফেসর ডা. জাকির হোসেন, প্রফেসর ডা. অমরেশ চন্দ্র সাহা, প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টেরোলজি বিশেষজ্ঞ প্রফেসর ডা. নুরুল ইসলাম স্যারের সান্নিধ্যে আসেন এবং তাঁদের পিতৃস্নেহে ট্রেইনিং লাভ করেন। এর পরের ২ দুই বছর মেডিসিন বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল– এ আবারও ইন্টারনাল মেডিসিন-এ ট্রেইনিং করেছেন…. এখানে প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডা. এম. এ আজহার, প্রফেসর ডা. আজিজুল কাহার, প্রফেসর ডা. রাজীবুল আলম, গ্যাস্ট্রোএন্টেরোলজি বিশেষজ্ঞ প্রফেসর ডা. ফারুক আহমেদ, প্রফেসর ডা. স্বপন চন্দ্র ধর, প্রফেসর ডা. সাঈদা রহিম, প্রফেসর ডা. ওমর ফারুক স্যারের সান্নিধ্যে আসেন এবং তাঁদের পরম স্নেহে ট্রইনিং লাভ করেন।
এরপর ২০০৮ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়-এ যোগদান করে এম.ডি (হেপাটোলজি) ২য় পর্ব শেষ করেন…. এখানে তিনি প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডা. তোফায়েল আহমেদ, প্রফেসর ডা. সৈয়দ আতিকুল হক, প্রফেসর ডা. এ বি এম আব্দুল্লাহ , প্রফেসর ডা. আবদুল জলিল চৌধুরী, প্রফেসর ডা. জিলন মিয়া সরকার, প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টেরোলজি বিশেষজ্ঞ প্রফেসর ডা. এ এস এম এ রায়হান, প্রফেসর ডা. প্রজেশ কুমার রায় স্যারের সান্নিধ্যে আসেন এবং তাঁদের স্নেহাশিস লাভ করেন।
পরবর্তীতে এম. ডি. (হেপাটোলজি) ফাইনাল পর্বে এসে তিনি প্রখ্যাত লিভার বিশেষজ্ঞ প্রফেসর মবিন খান , প্রফেসর এ ক এম খোরশেদ আলম, প্রফেসর সেলিমুর রহমান, প্রফেসর নূরউদ্দিন আহমদ, প্রফেসর ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) স্যারের সরাসরি তত্ত্বাবধানে ভিডিও এন্ডোসকপি, কোলোনোসকপি, ইভিএল, ইআরসিপি, লিভার বায়োপসি, PAIR থেরাপি-তে হাতে-কলমে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত হন। তিনি ভারত, সিঙ্গাপুর ও জাপান হতে লিভার ট্রান্সপ্লান্টেশন, ক্লিনিক্যাল হেপাটোলজি ও ইন্টারভেনশনাল এন্ডোসকপি-তে উচ্চতর প্রশিক্ষণ লাভ করেছেন। তিনি বিভিন্ন দেশী বিদেশী বৈজ্ঞানিক সেমিনার, সিম্পোজিয়াম, কনফারেন্স-এ অংশগ্রহণ করেছেন। তার গবেষণাকর্ম দুইটি বিদেশী ও একটি দেশী জার্নাল-এ প্রকাশিত হয়েছে। দীর্ঘ সময় ধরে তিনি লিভার, গ্যাস্ট্রোএন্টেরোলজি ও মেডিসিন বিশেষজ্ঞ এবং একজন ইন্টারভেনশনাল হেপাটো-গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট হিসেবে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে কাজ করে যাচ্ছেন। বর্তমানে তিনি সহকারী অধ্যাপক, লিভার বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা এ কর্মরত আছেন। তিনি এ পর্যন্ত প্রায় ২ লক্ষ ভিডিও এন্ডোসকপি, ৪০,০০০ কোলোনোসকপি, ১৫,০০০ ইভিএল, ১৭০ টি ইআরসিপি, ১২০ লিভার বায়োপসি, ৫,৫০০ FNAC, ১৫,০০০ এ্যাসাইটিক ফ্লুইড ট্যাপ, ৫,০০০ প্লুরাল ফ্লুইড ট্যাপ, ১০০০ RBL করেছেন।
মেম্বার অফঃ
Saturday, Sunday, Wednesday
3 PM to 11 PM
Developed by IMBD Agency