পেটের উদর গহ্বরে যে কোন কারণে যখন মুক্ত পানি জমে যায় তখন তাকে অ্যাসাইটিস বলে।
আমাদের দেশে পেটে পানি জমার কারণসমূহের মধ্যে রয়েছে —
১) লিভার সিরোসিস ৭৫%
২) পেটের ক্যান্সার ১২%
৩) হার্ট ফেইলিউর ৫%
৪) পেটের যক্ষা ২% ও
৫) অন্যান্য ৬%
পেটে পানি ও সাথে পায়ে পানি লিভার সিরোসিস এর জটিলতা জনিত একটি পর্যায়; সঠিক সময়ে উপযুক্ত চিকিৎসা পেলে এই পরিস্থিতি এড়ানো সম্ভব।
বর্তমানে পেটের পানি বা অ্যাসাইটিস এর উন্নত ও আধুনিক চিকিৎসা রয়েছে।
পেটে পানি আসার লক্ষ্মণ :
পেটে পানি এলে পরে পেট ভার ভার লাগা, অস্বস্তি লাগা, পেট ফুলে যাওয়া, শুতে বসতে অসুবিধা লাগা, পেট পুরে খেতে না পারা, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হওয়া, প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া কিংবা প্রস্রাব না হওয়া, পা ফুলে যাওয়া ইত্যাদি লক্ষ্মণ উপসর্গ দেখা দেয়।
চিকিৎসা :
১) কারণ নির্ণয়,
২) পাতে লবণ এবং লবণ মিশ্রিত খাবার একেবারেই নিষেধ ;
৩) দৈনিক পানীয়: ১ লিটার;
৪) অ্যালবুমিনের ঘাটতি থাকলে তা পূরণে অ্যালবুমিন ইনজেকশন দেওয়া, দৈনিক ৪-৬ টি ডিম খাওয়া, প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন মাশরুম, স্পিরুলিনা খাওয়া।
পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর রহমতে এ পর্যন্ত বহু মানুষের পেটে পানি বা অ্যাসাইটিস এর চিকিৎসা করেছি এবং বহু মানুষ আমার চিকিৎসায় সুস্থ আছেন।
লিভার বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
ডাঃ এম সাঈদুল হক সহকারী অধ্যাপক,
চীফ কনসালট্যান্ট, ঢাকা গ্যাস্ট্রো-লিভার সেন্টার।
০১৭০৩-৭২৮৬০১, ০১৭১০-০৩২১৫৮
০১৯২৭-০৬৮১৩৬, ০১৮৬৫-৫০৪০২৬