আমরা জানি লিভার সিরোসিস ও নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ এদুটোই মারাত্মক রোগ এবং দীর্ঘ মেয়াদী একটি প্রক্রিয়া।
লিভার সিরোসিসের ক্ষেত্রে হাইপোগোনাডিজম হয় — এর ফলে পুরুষালি হরমোন টেস্টোস্টেরোনের মাত্রা অনেকাংশে হ্রাস পায়। লিভারের অভ্যন্তরে অ্যান্ড্রোজেন রিসেপ্টর কমে গিয়ে ইস্ট্রোজেন রিসেপ্টর বেড়ে যায়, ফলশ্রুতিতে —
১) টেস্টিকুলার অ্যাট্রোফি বা অন্ডকোষের আকার আকৃতি ছোট হয়ে যায়, ব্যথার অনুভূতি নষ্ট হয় এবং নরম হয়ে যায়;
২) গাইনিকোম্যাশিয়া বা পুরুষের স্তনের আকৃতি বড় হয়ে যায় এবং কখনও কখনও ব্যথা করে;
৩) পুরুষালি লোম কমে যায় অর্থাৎ বগল, তলপেটের লোম এবং গোঁফ – দাড়ি ঝরে পড়ে;
৪) অস্টিওপরোসিস বা হাড় জিরজিরে হয়ে ভঙ্গুর হয়ে যায়;
৫) এনিমিয়া বা রক্তস্বল্পতা দেখা দেয়;
৬) ইনফার্টিলিটি বা সন্তান জন্মদানের ক্ষমতাও লোপ পায়।
এতসব কিছুর ফলে যেটা হয় সেটা হলো —
১) লস অফ লিবিডো অর্থাৎ পুরুষের যৌনাকাঙ্ক্ষা কমে যায়;
২) ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ পুরুষাঙ্গের সুদৃঢ় হওয়ার ক্ষমতা লোপ পায় এবং এর ফলে পুরুষাঙ্গ সহজেই নেতিয়ে পড়ে ও ম্যাড়মেড়ে হয়ে যায়;
৩) লিথারজি বা ক্লান্তি, অবসাদ ও আলস্য দেখা দেয়;
৪) পেশীশক্তির দুর্বলতা দেখা দেয়;
৫) নিয়মিত দাড়ি-গোঁফ শেভ করার প্রয়োজনীয়তা কমে যায়।
আর নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার হলো
মেটাবোলিক সিন্ড্রোমের একটি হেপাটিক প্রেজেন্টেশন অর্থাৎ সভ্যতার উন্নয়নের বিড়ম্বনা স্বরূপ একটি মারাত্মক রোগের হুমকি — এখানে যেটা হয় সেটা হলো
১) ওবেসিটি বা দেহের ওজন বৃদ্ধি বা স্থূলতা;
২) ফ্যাটি লিভার বা লিভারে চর্বি;
৩) ইনসুলিন রেজিস্ট্যান্স যার জন্য ডায়াবেটিস দেখা দেয়;
৪) ডিসলিপিডেমিয়া বা রক্তে চর্বির মাত্রাধিক্য;
৫) হাইপারটেনশন বা প্রেশার বেড়ে যাওয়া ইত্যাদি।
এখানে ইনসুলিন রেজিস্ট্যান্স বা ডায়াবেটিসের ফলে ডায়াবেটিক অটোনমিক নিউরোপ্যাথি ও ডায়াবেটিক ভাসকুলোপ্যাথি হয় ; ফলশ্রুতিতে —
১) পুরুষের যৌনাকাঙ্ক্ষা কমে যায় এবং
২) পুরুষাঙ্গের রক্তনালীতে অ্যাথেরোস্ক্লেরোটিক চেইন্জ অর্থাৎ অতিরিক্ত চর্বি জমে রক্তনালীগুলো বন্ধ হয়ে পুরুষাঙ্গে রক্ত ও অক্সিজেনের যোগান দিতে পারে না ; ফলে পুরুষাঙ্গ প্রসারিত না হতে পেরে ইরেকটাইল ডিসফাংশন বা পুরুষাঙ্গ নেতিয়ে পড়ে ও ম্যাড়মেড়ে হয়ে যায়।
তাই লিভার সিরোসিস ও ফ্যাটি লিভার দুটো রোগেই পুরুষের পুরুষালি ক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে — এবং এই রোগ প্রতিরোধের জন্য আমরা অবশ্যই একজন ভালো, দক্ষ ও অভিজ্ঞ লিভার বিশেষজ্ঞের পরামর্শমত চিকিৎসা নিবো ও সুস্থ সুন্দর জীবন যাপন করবো।
ডাঃ এম সাঈদুল হক
সহকারী অধ্যাপক, লিভার বিভাগ,
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
চীফ কনসালট্যান্ট, ঢাকা গ্যাস্ট্রো-লিভার সেন্টার।
০১৭০৩-৭২৮৬০১, ০১৭১০-০৩২১৫৮
০১৯২৭-০৬৮১৩৬, ০১৮৬৫-৫০৪০২৬