আপনার যদি নিম্নোক্ত লক্ষণ উপসর্গগুলো থাকে তাহলে ধরে নিতে হবে আপনার পাকস্থলীতে এইচ পাইলোরি ইনফেকশন রয়েছেঃ
- পেটে যদি ব্যথা কিংবা জ্বালাপোড়ার অনুভূতি থাকে
- পেটের ব্যথা যদি অভূক্ত অবস্থায় বেড়ে যায়
- বমি বমি ভাব হয়
- খাবারে অরুচি দেখা দেয়
- ঘনঘন ঢেঁকুর উঠে
- পেট ফেপে যাওয়া
- একিউট গ্যাস্ট্রাইটিস
- আকস্মিক দেহের ওজন কমে যাওয়া, ইত্যাদি।
কি হতে পারে যদি আপনি এইচ. পাইলোরি ইনফেকশন-এর চিকিৎসা না করে থাকেনঃ
– এর ফিকে গ্যাস্ট্রাইটিস হতে পারে (পাকস্থলীর ভেতরের দিকের আবরণীর প্রদাহ জনিত সমস্যা)
– পেপটিক আলসার ডিজিজ (পাকস্থলী ও ডিওডেনামে ঘা-এর সমস্যা) হতে পারে
– চূড়ান্ত পর্যায়ে পাকস্থলিতে ক্যান্সারও হতে পারে
একটি সিম্পল টেস্ট যা দিয়ে আপনার নিঃশ্বাসের বাতাস থেকে এইচ.পাইলোরি ইনফেকশন শনাক্ত করা হয়। বাংলাদেশ স্পেলাইলজড গ্যাস্টোলিভার কেয়ার আপনাকে আহ্বান জানাচ্ছে UBT (ইউরিয়া ব্রেথ টেস্ট) করে আগেই এইচ.পাইলোরি ইনফেশন শনাক্ত করতে। আমাদের কাছে সম্মানিত রোগীদের জন্য রয়েছে এডভান্সড প্রযুক্তি কিন্তু সহজ পন্থা।
UBT (ইউরিয়া ব্রেথ টেস্ট) যা দিয়ে পূর্বেই এইচ. পাইলারি ইনফেকশন শনাক্ত করা হয়।