১) লিভার ফাংশন খারাপ হয়ে SGPT বেড়ে যায় ;
২) শারীরিক দুর্বলতা, আলস্য, কাজে অনীহা, শরীর ম্যাজম্যাজ করা, শুয়ে থাকতে ইচ্ছে করা ;
৩) যেহেতু ফ্যাটি লিভার একাকী হয় না, ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে এর সাথে দেহের ওজনাধিক্য, স্থূলাকৃতি, রক্তে চর্বির আধিক্য বা ডিসলিপিডেমিয়া, রক্তে শর্করার আধিক্য বা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন ইত্যাদি দেখা দেয় ;
৪) পরবর্তীতে লিভার ফাইব্রোসিস হয়ে লিভার সিরোসিস হতে পারে ;
৫) লিভার সিরোসিসের জটিলতা জনিত পেটে পানি, পায়ে পানি, রক্ত বমি, কালো পায়খানা, ঘন ঘন অজ্ঞান হয়ে যাওয়া এমনকি মৃত্যুও হতে পারে ;
৬) লিভার সিরোসিস হতে লিভার ক্যান্সার হয়ে প্রাণ সংহারের কারণ হতে পারে।
ডাঃ এম সাঈদুল হক
সহকারী অধ্যাপক, লিভার বিভাগ,
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
চীফ কনসালট্যান্ট, ঢাকা গ্যাস্ট্রো-লিভার সেন্টার।
০১৭০৩-৭২৮৬০১, ০১৭১০-০৩২১৫৮
০১৯২৭-০৬৮১৩৬, ০১৮৬৫-৫০৪০২৬