এন্ডোস্কোপি কি?
এন্ডোসকপি একটি অত্যাধুনিক এবং সরাসরি দেখে রোগ নির্ণয়ের পরীক্ষা যা দ্বারা গলা, খাদ্যনালী, পাকস্থলী ও ডিওডেনামের দ্বিতীয় অংশ পর্যন্ত পর্যবেক্ষণ করা যায় এবং এখানে কোন ঘা বা আলসার, টিউমার বা ক্যান্সার, পলিপ, রক্তপাত, খাদ্যনালী পাকস্থলী বা ডিওডেনাম চেপে যাওয়া অথবা লিভার সিরোসিসের প্রতিক্রিয়ায় খাদ্যনালীর নীচের অংশের রক্তনালী ফুলে যেয়ে যে ভ্যারিক্স তৈরি করে তা দেখা যায়। এই পরীক্ষার মাধ্যমে রোগ নিরূপণ ছাড়াও উল্লেখিত অংশসমূহের অনেক রোগের সফল ও কার্যকরী চিকিৎসা প্রদান সম্ভব।
এন্ডোস্কোপি করার প্রয়োজনীয়তা কি?
(১) খাদ্য গলাধঃকরণে অসুবিধা (খাদ্যনালীর ক্যান্সার, পলিপ, স্ট্রিকচার, রিফ্লাক্স ইসোফ্যাজাইটিস, আলসার, অ্যাকালেশিয়া কার্ডিয়া, ডাইভার্টিকুলাম ইত্যাদি রোগ নিরূপণ)
(২) রক্তবমি হলে তার কারণ নির্ণয়সহ রক্তক্ষরণ বন্ধের তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া (যেমন EVL, EST, APC ইত্যাদি)
(৩) পেটের উপরিভাগে ব্যথা, পেট ফেঁপে থাকা, খালি পেটে কিংবা খাওয়ার পরে বমি হওয়া ( পাকস্থলী ও ডিওডেনামের আলসার, ক্যান্সার, পাকস্থলীর বহিঃমুখ সরু হয়ে যাওয়া বা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার কারণসহ আরও অনেক রোগের কারণ নির্ণয় করা)
(৪) খাদ্যনালী থেকে অপ্রয়োজনীয় বাহ্যিক পদার্থের অপসারণ (যেমন মাছের কাঁটা, মাংসের হাড়, মাংসপিণ্ড, মার্বেল, পয়সা, ব্যাটারি, বোতাম, নাকফুল, কানের দুল, কৃত্রিম দাংতের অংশবিশেষ, তারকাটা, পিন, হিজাবের পিন ইত্যাদি)
(৫) H. Pylori ইনফেকশন সনাক্ত করা,
(৬) আলসার টিউমার বা ক্যান্সার থেকে বায়োপসি নেয়া,
(৭) পলিপ অপসারণ,
(৮) রক্তপাত বন্ধে অ্যাড্রেনালিন ইনজেকশন দেয়া,
(৯) সংকুচিত খাদ্যনালীর প্রসারণসহ আরও অনেক চিকিৎসা এন্ডোসকোপের মাধ্যমে করা সম্ভব।
এন্ডোস্কোপি কেন করা হয়?
এর জন্য একটি এন্ডোস্কোপি করা যেতে পারে-
উপসর্গ এবং রোগ নির্ণয়ের তদন্ত- কোনো অস্বাভাবিক লক্ষণ বা উপসর্গের তদন্তের জন্য এন্ডোস্কোপি করা হয় যার কারণ চিহ্নিত করা প্রয়োজন।
বায়োপসি- উপস্থিত থাকতে পারে এমন কোনো অস্বাভাবিক টিস্যু বা ভরের একটি ছোট নমুনা নেওয়া হয় এবং প্যাথলজিকাল তদন্তের জন্য পরীক্ষাগারে পাঠানো হয়। এটি অ্যানিমিয়া, প্রদাহ, রক্তপাত, ডায়রিয়া বা গ্যাস্ট্রোইনটেস্টাইনাল (পাচন) সিস্টেমের ক্যান্সারের মতো অবস্থা সনাক্ত করতে সহায়তা করে। ( সম্পর্কে আরও জানুন- ফুসফুসের বায়োপসি কি?)
চিকিৎসা- এন্ডোস্কোপি ব্যবহার করে কিছু রোগের চিকিৎসার জন্য একটি ছোট অস্ত্রোপচার করা যেতে পারে। এন্ডোস্কোপি পরিপাকতন্ত্রের কিছু সমস্যার চিকিৎসায়ও সাহায্য করে যেমন একটি সংকীর্ণ খাদ্যনালী প্রশস্ত করা, রক্তপাত বন্ধ করার জন্য একটি রক্তনালী পুড়িয়ে ফেলা, কোনো বিদেশী দেহ অপসারণ করা, বা পলিপ (শরীরের অস্বাভাবিক টিস্যু বৃদ্ধি) অপসারণ করা।
এন্ডোস্কপি করার আগের/পূর্বের প্রস্তুতি কি?
এন্ডোস্কোপি পদ্ধতির জন্য হাসপাতালে রাতে থাকতে হয় না। একদিনের প্রস্তুতিতেই এন্ডোস্কোপি করা যায়। যেইদিন আপনি এন্ডোস্কোপি করবেন সেইদিন ৮ থেকে ১০ ঘন্টা খালি পেটে থাকতে হবে। পানি পান করা যাবে না । নূন্যতম ৮ ঘন্টা খালি পেটে থাকার পর এন্ডোস্কোপি করা হয় ।
এন্ডোস্কোপি পরীক্ষা কি নিরাপদ?
এন্ডোস্কোপি ঝুকিপূর্নহীন একটি নিরাপদ স্বাস্থ্য পরীক্ষা ।